Math, asked by shamimdpic1234, 6 months ago

খোকনের বি এম আই নির্ণয় করো​

Answers

Answered by pulakmath007
14

 \sf{ \underline{SOLUTION}} :

সঠিক প্রশ্ন

খোকনের ওজন ৬৮ কেজি এবং উচ্চতা ১৭০ সে.মি. হলে খোকনের বি এম আই নির্ণয় করো

প্রদত্ত

খোকনের ওজন ৬৮ কেজি এবং উচ্চতা ১৭০ সে.মি.।

নির্ণয় করতে হবে

খোকনের বি এম আই

সমাধান

সূত্র প্রযোজ্য

কোনো ব্যাক্তির ওজন ( কেজি) ও উচ্চতা ( মিটার) জানা থাকলে

ওই ব্যাক্তির বি এম আই

= ওজন / ( উচ্চতা )²

একক হল - কেজি / মিটার ²

উত্তর

খোকনের ওজন ৬৮ কেজি

খোকনের উচ্চতা ১৭০ সে.মি.= ১.৭ মিটার

সুতরাং খোকনের বি এম আই

= [ ৬৮ / (১.৭ )² ] কেজি / মিটার ²

= ( ৪০ / ১.৭) কেজি / মিটার ²

= ২৩.৫২৯ কেজি / মিটার ²

━━━━━━━━━━━━━━━━

আরো জানুন :

শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনাে টাকার 10 বছরের সুদ সুদ-আসলের 10 গুণ হবে তা নির্ণয় করি।

https://brainly.in/question/24784406

Similar questions