Geography, asked by shumanaj, 7 months ago

নক্ষত্র পতন কাকে বলে​

Answers

Answered by Anonymous
26

Answer:

please make it brainliest answer

Attachments:
Answered by SparshaM
2

নক্ষত্র পতন কাকে বলে

  • নক্ষত্র পতন কী তা জানার আগে আমাদের আগে জানতে হবে নক্ষত্র কী?
  • নক্ষত্র এমনি এক জ্বলন্ত গ্যাসীয় পিন্ড অথবা জ্যোতিস্ক যার নিজস্ব আলো আছে, যার নিজেকে আলোকিত করার জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় না তাকে নক্ষত্র বলে। যেমন: সূর্য।
  • আপাত দৃষ্টিতে পৃথিবী থেকে দেখলে নক্ষত্রগুলি যেন একে অন্যের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে রয়েছে, কিন্তু বাস্তবে তারা পৃথিবী থেকে কয়েক আলোকবর্ষ দূরে রয়েছে। যখন এই জ্বলন্ত গ্যাসীয় পিন্ড মহাকর্ষ বলের টানে একে অন্যের সঙ্গে সংঘর্ষ করে অথবা নক্ষত্রের কিছুটা অংশ ছিটকে মাধ্যকর্ষন শক্তির টানে পৃথিবীর দিকে ছুটে আসে, তখন এই মহাজাগতিক ঘটনাকে তারা খসা, উল্কা পাত বা নক্ষত্র পতন বলে।
  • পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে নক্ষত্র পতনের সামান্য দৃশ্য দেখা যায়, যা ভূ-পৃষ্ঠে পড়ার আগে ছাইয়ে পরিনত হয়ে বাতাসের সাথে মিশে যায়।
Similar questions