Science, asked by roksanaroksana676, 6 months ago

কৈ মাছের জন্য দবীভূত অক্সিজেন পয়েজন কেন ​

Answers

Answered by genius990
24

Answer:

মাছের বেঁচে থাকা, বৃদ্ধি, পুকুরের জৈবিক অক্সিজেন চাহিদা (BOD) মিটানোর জন্য অক্সিজেন প্রয়োজন। দ্রবীভূত অক্সিজেন মাছের শ্বাস-প্রশ্বাসে প্রভাব সৃষ্টি করে এবং অ্যামোনিয়া, নাইট্রাইট, হাইড্রোজেন সালফাইড গ্যাসের বিষাক্ততাকে প্রভাবিত করে । পুকুরে পানির অক্সিজেন মাত্রা ৫-৮ পিপিএম থাকলে মাছের বেঁচে থাকা, খাদ্য গ্রহণ, খাদ্য রূপান্তর হার (FCR) ভালো থাকে এবং সার্বিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধি পায় ।

অপরদিকে পানিতে অক্সিজেন মাত্রা কমে গেলে মাছের শ্বাস-প্রশ্বাস, জৈবিক ক্রিয়া ও খাদ্য গ্রহনের হার কমে যায়। মাছের বৃদ্ধির হার কমে যায় ও মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় । ফলে মাছ সহজেই পরজীবি দ্বারা আক্রান্ত ও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় ।

সুতরাং পানির দ্রবীভূত অক্সিজেন মাত্রা সম্পৃক্তি সীমায় (saturation Level) রাখতে পারলে মাছের জৈবিক ও বিপাকীয় কার্য বৃদ্ধি পায় তখন উচ্চ হারে উৎপাদন পাওয়া যায় ।

Answered by hr460160
0

Answer:

মায়ের উত্তরে বলা বিশেষ

Similar questions