Science, asked by anikajaman77, 4 months ago

কোষ বিভাজন কাকে বলে?​

Answers

Answered by aminulislam420
206

Answer:

কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার দ্বারা জীবের দৈহিকবৃদ্ধি ও বংশ বৃদ্ধি ঘটে । যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে ।

Explanation:

Thanks me at my Answer

Answered by Anonymous
24

যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে একটি দেহকোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য কোষের সৃষ্টি করে সেই প্রক্রিয়াকেই কোষ বিভাজন বলা হয়।

  • একটি জীবদেহে নিরন্তরভাবে বিভিন্ন রকমের জৈবিক কার্যাবলী চলতে থাকে।
  • এর মধ্যে অন্যতম হলো,কোষ বিভাজন।
  • এই কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহে বৃদ্ধি,ক্ষতস্থান পূরণ এবং দরকারী কোষের নির্মাণের মতোন গুরুত্বপূর্ণ জৈবিক কার্য সম্পন্ন হয়।
  • সমগ্র প্রক্রিয়ার ভিন্নতার জন্য বিভিন্নরকমের কোষ বিভাজন দেখতে পাওয়া যায়। যেমন - মাইটোসিস কোষ বিভাজন, মিয়োসিস কোষ বিভাজন ইত্যাদি।
  • এই কোষ বিভাজনের ফলে প্রায় একই রকম বৈশিষ্ট্যের একাধিক অপত্য কোষের নির্মাণ হয়।
Similar questions