History, asked by atikur6101, 6 months ago

ভারত উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা ও রাজবংগুলোর একটি তালিকা তৈরি কর

Answers

Answered by najmulislamsomrat
0

Answer:

ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা সিন্ধু সভ্যতা। তবে ভারত উপমহাদেশের দ্বিতীয়

নগর সভ্যতার নিদর্শণ বগুড়ার বরেন্দ্রভূমি

মহাস্থানগড়ে এবং নরসিংদীর মধুপুর ভূমি

উয়ারী- বটেশ্বরে আবিস্কার হয়েছে। এছাড়া সমসাময়িক কালে ভারত উপমহাদেশের ১৬ টি বিখ্যাত জনপদের নাম জানা যায়।তাছাডা পর্যায়ক্রমে মিশরীয় সভ্যতা, রােমান সভ্যতা ও গ্রীক সভ্যতা গড়ে ওঠে ভারত উপমহাদেশে। ভারত উপমহাদেশের রাজবংশের তালিকাঃ

১) পাল রাজবংশঃ পাল রাজবংশ প্রথম

দীর্ঘস্তায়ী রাজবংশ। পাল রাজবংশের প্রতিষ্ঠা হয় রাজা গােপালের সিংহাসন আরহনের

মাধ্যমে। পাল রাজবংশের শাসনামলে

রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প ও

শিল্পকলাসহ অন্যান্য অনেক ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করে।

২) সেন রাজবংশঃ বিজয় সেন সিংহাসনে

বসার মাধ্যমে সেন বংশের প্রতিষ্ঠা হয়। রাজা মদনপালকে পরাজিত করে বিজয় সেন

ক্ষমতায় আসেন। পরবর্তীতে লক্ষণ সেনের

শাসনামলে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খালজি নদীয়া বিজয় করেন। তার

কিছু সময়ের মধ্যে উপমহাদেশে মুসলিম শাসন বিস্তার লাভ করে।

তাছাড়াও ভারত উপমহাদেশে মৌর্য রাজবংশ ও গুপ্ত রাজবংশের উল্লেখ পাওয়া যায়।

Answered by Anonymous
0

Explanation:

I think this answer is helpful to you

Attachments:
Similar questions