তুমি কীভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পার?
Answers
Answer:
আল্লাহ তায়াল সকল গুণের আধার। তাঁর অনেক গুণবাচক নাম রয়েছে। আর এই গুণবাচক নামগুলোর জন্য আমরা আল্লাহকে ভালোভাবে চিনতে পারব। ফলে তাঁর আদেশ নিষেধ মেনে চলব। যেমনঃ আল্লাহু কারিম মানে আল্লাহ উদার। তাই আমরা এই গুণবাচক নাম অনুসরণে অন্যের প্রতি উদার আচরণ করব। আমরা মহান আল্লাহ তায়ালার গুণবাচক নামসমূহ থেকে শিক্ষা নিয়ে এবং তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত করে আমরা আল্লাহর গুণে গুণান্বিত হতে পারব।
Answer:
আল্লাহ সকল গুনের আধার। তিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা তার রয়েছে অনেক গুন।
আমাদের উচিত তার গুনগুলো অনুসরন করে চলা।
আমরা বিভিন্ন ভাবে তার গুনে গুণান্বিত হতে পারি।
যেমন -
আল্লাহর একটি গুন হলো আল্লাহ কারিমুন বা আল্লাহ
দয়াময় । আল্লাহ যেমন আমাদের প্রতি দয়া করেন তেমনি
আমরা গরিবে ও অসহায় প্রতি দয়াময় হতে পারি।
তেমনিভাবে আমরা আল্লাহর রাজ্জাক গুনের জন্য আমরা অসহায়দের খাবার ও আল্লাহ হালিমুন গুনের জন্য সকল কাজে সহনশীল হতে পারি।
এই নিয়মে আমরা আল্লাহর প্রত্যেক গুনকে অনুসরন করতে পারি। এভাবেই আমরা আল্লাহর প্রত্যেক গুনে
গুনান্বিত হতে পারি।