Accountancy, asked by ridikaparvej, 6 months ago

দেন
১) হিসাববিজ্ঞান কী?
২) হিসাববিজ্ঞানের ২টি উদ্দেশ্য লিখ।
৩) ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা কর।
৪) হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের ১টি তালিকা প্রস্তুত
খ) লেনC
সমীকরত
প্রতিটি
যাচাইপ
কর।​

Answers

Answered by jankiphartyal
0

Answer:

দেন

১) হিসাববিজ্ঞান কী?

২) হিসাববিজ্ঞানের ২টি উদ্দেশ্য লিখ।

৩) ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা কর।

৪) হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের ১টি তালিকা প্রস্তুত

খ) লেনC

সমীকরত

প্রতিটি

যাচাইপ

কর।

Answered by poonammishra148218
0

Answer:

হিসাববিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান- যেখানে মানুষ বা কোন ব্যবসা প্রতিষ্ঠান তার দৈনন্দিন সংঘটিত আর্থিক ঘটনা গুলো সুশৃঙ্খল ভাবে লিপিবদ্ধ করে রাখতে পারে এবং একটি নির্দিশ্ট সময় পরে তার আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারে।

Explanation:

Step 1: একটি ব্যাবসায় প্রতিষ্ঠানে হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগে যেমন ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ, পণ্য বিক্রয় মূল্য নির্ধারণ, ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ ইত্যাদি যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো ও খারাপ দিকগুলো জানা যাবে না।

সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব।

Step 2: হিসাববিজ্ঞান একটি সেবামূলক কর্মকান্ড। এর উদ্দেশ্য বহুবিধ। মূলতঃ প্রতিষ্ঠানের সংঘটিত লেনদেন হিসাবভুক্তকরণ, ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় এবং মূল্যায়ন ও বিশ্লেষণ সংক্রান্ত তথ্য স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে সরবরাহ করাই হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। নিম্নে হিসাববিজ্ঞানের উদ্দেশ্যগুলো সম্পর্কে আলোকপাত করা হলো
Step 3:
প্রতিদিনের অসংখ্য লেনদেন দীর্ঘকাল মনে রাখা সম্ভব নয়। তাছাড়া আর্থিক ফলাফল নির্ণয়ের জন্যও লেনদেন লিপিবন্ধ করা প্রয়োজন। তাই হিসাববিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হলো আর্থিক লেনদেন জাবেদায় ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা এবং পরে স্থায়ীভাবে খতিয়ানে হিসাব সংরক্ষণ করা। নির্দিষ্ট সময় পর মালিক ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের ফলাফল জানতে চায়। ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য লাভ-লোকসান হিসাব ও অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আয়-ব্যয় হিসাব প্রস্তুত করে আর্থিক কার্যক্রমের ফলাফল নির্ণয় করা হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য।

Learn more about similar questions visit:

https://brainly.in/question/28081546?referrer=searchResults
https://brainly.in/question/28177992?referrer=searchResults

#SPJ3

Similar questions