মৃত ব্যক্তি সমপকর ফেরিওলা কি বিশবস করত
Answers
Answered by
0
Answer:
মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওদের ধারণা ছিল নিম্নরূপ -
প্রাচীন মিশরীয়দের চিন্তাভাবনার ধরন-ধারণ অন্যান্য সভ্যতার মানুষের থেকে অনেকটাই আলাদা রকমের ছিল। এই আলাদা ধরনের চিন্তার প্রভাব আমরা মৃত্যু সম্পর্কে প্রাচীন মিশরীয়দের ধারণা থেকে বুঝতে পারি।
প্রাচীন মিশরীয়রা মৃত্যুকেই জীবনের শেষ বলে মনে করতো না তারা মনে করতো মৃত্যু হল দ্বিতীয় জীবনে প্রবেশের পথ,যে দ্বিতীয় জীবনে মানুষ অমরত্বের সন্ধান পায়।
তাই এও মনে করা হতো যে, ফারাওরা মৃত্যুর পরে অমর জীবন লাভ করেন এবং তাই ফারাওদের সমাধিস্থল বা পিরামিডে ফারাও এর প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র রাখা হতো, যাতে মৃত্যু পরবর্তী জীবনে ফারাওয়ের কোন রকমের অসুবিধা না হয়।
প্রসঙ্গত উল্লেখ্য মৃত্যুর দেবতা আনুবিস বা শেয়াল দেবতা এই বিষয়ে উল্লেখযোগ্য ভাবে জড়িত।
Similar questions