Science, asked by Antik11, 3 months ago

ক. অ্যামাইটোসিস কী?​

Answers

Answered by Anonymous
0

Answer:

Amitosis, also called 'karyostenosis' or direct cell division or binary fission. It is cell proliferation that does not occur by mitosis, the mechanism usually identified as essential for cell division in eukaryotes. The polyploid macronucleus found in ciliates divides amitotically.

Answered by DEBOBROTABHATTACHARY
0

◆ যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে।

এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। এর সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে সংঘটিত হয়।

Similar questions