কই মাছের জন্যে দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা করো ?
Answers
Answered by
3
Answer:
কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন অত্যন্ত প্রয়োজন। কেননা আমরা যেমন বাতাস বা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না,দম বন্ধ হয়ে মারা যাই। মাছও তেমনি অক্সিজেন ছাড়া থাকতে পারে না।
কৈ মাছ অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে আর এমনভাবে তৈরি করে যে এটি শুধু পানি থেকে অক্সিজেন নিতে পারে, বাতাস থেকে নয়। পানিতে দ্রবীভূত অক্সিজনের মাত্রা বাড়লে মাছের খাদ্য চাহিদা বৃদ্ধি পায় এবং অক্সিজেনের মাত্রা কমলে খাদ্য হ্রাস পায়। যদি পানি না থাকত মাছই বেঁচে থাকতে পারত না ।
তাই কই মাছের দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন।
Similar questions