শ্রী শ্রী চণ্ডী পূজা কেন করা হয়
Answers
Answered by
12
শ্রীশ্রীদেবীমাহাত্ম্য সম্পর্কে‘চণ্ডী’-তে দেবী নিজেই বলেছেন, পূজা-মহোৎসব উপলক্ষে আমার সমগ্র মাহাত্ম্য পাঠ ও শোনা অবশ্যকর্তব্য। দুর্গাপুজো যেহেতু মহাপূজা, তাই এই পুজোয় চণ্ডীপাঠ অবশ্য প্রয়োজন। কারণ চণ্ডীপাঠে দুর্গাপুজোর সকল ত্রুটি দূর হয়। সকল পূর্ণতা লাভ হয়।
‘পদ্মপুরাণ’-এও বলা হয়েছে, দুর্গাপুজোয় চণ্ডীপাঠ অবশ্যকর্তব্য। এই পুরাণে মহাদেব পার্বতীকে বলেছেন, দুর্গাপুজোয় সাধক একাগ্রচিত্তে সপ্তশতী চণ্ডীমন্ত্র জপ করবে। ‘দেবী গীতা’-য় বলা হয়েছে, ভগবতীর পুজোয় দেবীর সহস্রনাম, দেবীকবচ, দেবীসূক্ত, দেবী উপনিষদ পাঠে দেবীর পরিতুষ্টি হয়। ‘চণ্ডী’-র তত্ত্বপ্রকাশিকাটীকায় বলা হয়েছে, দেবী দুর্গার পুজো হতেও চণ্ডীপাঠ দেবীর অধিকতর প্রীতিজনক।
Answered by
1
Explanation:
শ্রী শ্রী চন্ডী পূজা কেন করা হয়
Similar questions