English, asked by ErinaSimra, 6 months ago

কপটতার নিদর্শন গুলো কি কি?

Answers

Answered by Anonymous
57

কপটতার নিদর্শন হল নিম্নরূপ -

  • কপটতার সবচেয়ে বড় নিদর্শন হল অসৎ এবং অসত্যের পথ অবলম্বন করা। এক কপট ব্যক্তির মধ্যে প্রতিনিয়ত মিথ্যে কথা বলার প্রবণতা এবং অসাধু উপায় অবলম্বন করার প্রবণতা দেখতে পাওয়া যায়।
  • কপটতার আরেক বড় নিদর্শন হল কথা দিয়ে কথার মূল্য না রাখা। এক কপট ব্যক্তি প্রায়শই বিভিন্নরকমের কথা দিয়ে সেই কথা পরবর্তীকালে উপেক্ষা করে থাকে।
  • কপটতার আরেক নিদর্শন হলো অসামাজিকতার পথে পা বাড়ানো এবং অপরাধমূলক কাজ করার প্রবণতা জেগে ওঠা।
Answered by mdshameem01988
8

Answer:

কপটতার নিদর্শন হল নিম্নরূপ -

কপটতার সবচেয়ে বড় নিদর্শন হল অসৎ এবং অসত্যের পথ অবলম্বন করা। এক কপট ব্যক্তির মধ্যে প্রতিনিয়ত মিথ্যে কথা বলার প্রবণতা এবং অসাধু উপায় অবলম্বন করার প্রবণতা দেখতে পাওয়া যায়।

কপটতার আরেক বড় নিদর্শন হল কথা দিয়ে কথার মূল্য না রাখা। এক কপট ব্যক্তি প্রায়শই বিভিন্নরকমের কথা দিয়ে সেই কথা পরবর্তীকালে উপেক্ষা করে থাকে।

কপটতার আরেক নিদর্শন হলো অসামাজিকতার পথে পা বাড়ানো এবং অপরাধমূলক কাজ করার প্রবণতা জেগে ওঠা।

Explanation:

Similar questions