Social Sciences, asked by Kothakotha, 6 months ago

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারন

Answers

Answered by mdashikarafat692
0

Answer:

কারন বাংলাদেশে মানুষ ছিল সাহসী

Answered by mdmainuddin350
2

Answer:

মুক্তিযুদ্ধের বিজয় এর অন্যান্য কারণঃ

পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ২০১২ কিলোমিটারের দূরত্ব। পূর্ব পাকিস্তান যদি পশ্চিম পাকিস্তানের সীমান্ত ঘেঁষা কোন প্রদেশ হত; তাহলে কেয়ামতের আগে পূর্ব পাকিস্তানের আর স্বাধীন হওয়া লাগত না।

ভারতের সামরিক হস্তক্ষেপ। ভারত সামরিক হস্তক্ষেপ না করলে তথাকথিত সেই মুক্তিযোদ্ধারা যে কি করতে পারত তা সবাই জানে।

সোভিয়েত ইউনিয়ন কর্তৃক আমেরিকা-এর ৭ম নৌ বহরের আগমন ঠেকিয়ে রাখা।

জেনারেল নিয়াজী কর্তৃক আকস্মিক আত্মসমর্পন। জেনারেল নিয়াজী আত্মসমর্পন করার আগে পশ্চিম পাকিস্তানের প্রশাসনের সাথে কোন পরামর্শ করেন নি। ১৪ দিনের মধ্যে পশ্চিম পাকিস্তানের করাচী বন্দর থেকে সৈন্য, অস্ত্র, এবং গোলাবারুদ চট্টগ্রামে এসে পৌছার কথা ছিল। নিয়াজী তার আগেই আত্মসমর্পণ কর বসেন। পরের ঘটনা সবার জানা - দেশে ফেরার পরে নিয়াজীকে সেনাবাহিনী থেকে "ডিজ-অনারেবল ডিসচার্জ" করা হয়।

Similar questions