(ক) সংক্ষিপ্ত উত্তর পন্থা;
১) হিসাববিজ্ঞান কী?
Answers
Answered by
6
Answer:
** হিসাববিজ্ঞান কি ? / হিসাববিজ্ঞান কাকে বলে ?
হিসাববিজ্ঞান হচ্ছে এমন একটি তথ্য ব্যবস্থা যা লেনদেনসমূহ সনাক্তকরণ/চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহকরণ কার্যাবলি সম্পনড়ব করে থাকে। অন্য কথায় বলা যায় যে, আর্থিক ঘটনাসমূহ শনাক্তকরণ/চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহকরণ কার্যাবলি বা প্রক্রিয়াকে হিসাববিজ্ঞান বলে।
Answered by
3
Explanation:
হিসাব বিজ্ঞান এর সাধারণ অর্থ হল বিজ্ঞান সম্মত উপায়ে আর্থিক লেনদেনের পরিমাপ।
অর্থাৎ সাধারণভাবে বা প্রচলিত ধারণা অনুযায়ী বিজ্ঞানসম্মত উপায়ে কারবারি লেনদেন সমূহ লিপিবদ্ধ করার কৌশল কে হিসাব বিজ্ঞান বলে
Similar questions