কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন?
Answers
Answered by
12
Answer:
মাছ চাষের জলের ভূমিকা অতুলনীয়। জলই মাছের আশ্রয়। মাছ জলে বসবাস করে। জলের খাদ্যদ্রব্য জলেই বৃদ্ধি পায়। রূপান্তরিত হয়ে মাছের খাওয়ার উপযুক্ত হয়। মাছ বৃদ্ধি পায়, বংশ বিস্তার করে। মাছকে ডাঙায় তুললে তার মৃত্যু হয়। সুতরাং মাছের স্বাস্থ্য, তাদের বৃদ্ধি, বংশবিস্তার, রোগ-পোকা নিয়ন্ত্রণ, মাছের স্বাদ ও গন্ধ এবং সর্বোপরি মাছের উৎপাদন, সবই ওই জলাশয়ের জলের উপরে যথেষ্ট ভাবে নির্ভরশীল। তাই মাছ চাষে জলের গুণাগুণেরও গুরুত্ব সমধিক।
Explanation:
Similar questions