History, asked by A1RM4X, 6 months ago

ইতিহাস পা করা প্রয়োজন কেন? ​

Answers

Answered by sucharitaraiganj12
7

Answer:

১) ইতিহাস পড়া প্রয়োজন কেন?

ইতিহাস পাঠ করে মানুষ অতীত থেকে অনেক কিছু শিখতে পারে। অতীতের অনেক কিছুই বর্তমানের সাথে গভীর ভাবে জড়িয়ে আছে। ইতিহাস সবসময় সত্যনিষ্ঠ বর্ণনা বহন করে, তাই আমাদেরকে সবসময় ইতিহাস পাঠ করতে হবে। এই ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের স্বাধীন বাংলাদেশের উত্থান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা, আমরা আরো জানতে পারি সভ্যতা সংস্কৃতি এবং ঐতিহাসিক স্হান সম্পর্কে। যেমন আমরা ইতিহাসের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের ঐতিহাসিক স্হান মহাস্থানগড়ের আদি কাহিনি। তাই আমাদের কে বেশি বেশি করে ইতিহাস পাঠ করতে হবে। এর মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। আর তাই আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য ইতিহাস পাঠ গড়ে তুলতে হবে

Similar questions