History, asked by misssathireza, 5 months ago

তুমি কীভাবে আল্লাহর গুনে গুণানিত হবে বর্ণনা দাও।​

Answers

Answered by Anonymous
1

HI DEAR SHRESTA HERE!!!!!!

পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট

১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১ ( ৫০ = ৫০

১। সহপাঠী তোমার পেনসিলটি ভেঙে ফেলল। এখন তুমি কী করবে?

ক. মারধর করবে খ. কান্নাকাটি করবে

গ. বাবার কাছে নালিশ করবে ঘ. ক্ষমা করে দেবে

২। বিদ্যালয়ের নলকূপের যে পানি তোমরা পান করো, তা মূলত কী ধরনের?

ক. নদীনালার পানি খ. পুকুরের পানি

গ. ওয়াসার পানি ঘ. মাটির নিচে জমা পানি

৩। মানুষ অন্যায় করে অনুতপ্ত হলে আল্লাহ তাকে কী করেন?

ক. স্মরণ করেন খ. ক্ষমা করেন

গ. শাসন করেন ঘ. ত্যাগ করেন

৪। রাকিব তার অন্ধ বন্ধু ফাহিমকে রাস্তা পার করে দিল। রাকিবের এই কাজটি কিসের শামিল?

ক. আখলাকের খ. ইবাদতের গ. ইমানের ঘ. ইসলামের

৫। তুমি ঘুমানোর আগে পাক-পবিত্র হয়ে আল্লাহর নাম নিয়ে ঘুমালে। এতে কী হবে?

ক. ঘুম ভালো হবে

খ. নিদ্রার সময়টুকু আল্লাহর ইবাদত বলে গণ্য হবে

গ. স্বাস্থ্য ভালো হবে ঘ. মন ভালো হবে

৬। প্রাকৃতিক দুর্যোগে কেন দুর্গতদের সাহায্য করব?

ক. নৈতিকতার কারণে খ. অর্থ আয়ের আশায়

গ. প্রতিদান পাওয়ার আশায় ঘ. প্রশংসা পাওয়ার আশায়

৭। তুমি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকো। এর ফলে কী হবে?

ক. অধিক রাত জাগতে পারবে

খ. বেশি পরিশ্রম করতে পারবে

গ. শরীর সুস্থ থাকবে ঘ. সবার সহযোগিতা লাভ করবে

৮। মিসেস রহমান রান্না শেষে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখেন। এ ক্ষেত্রে তাঁর কী বিঘ্নিত হয়েছে?

ক. দেশপ্রেম খ. ভ্রাতৃত্ববোধ গ. বিশ্বপ্রেম ঘ. আত্মস্বার্থ

৯। তোমার বন্ধু তার বাড়ির আঙিনার খালি জায়গায় বৃক্ষ রোপণ করেছে। তার এ কাজটি কিসের পরিচয় বহন করে?

ক. সত্যবাদিতার খ. সচ্চরিত্রের গ. দেশপ্রেমের ঘ. সেবার

১০। আমরা বিদ্যুত্ অপচয় করব না কেন?

ক. দেশের সম্পদ নষ্ট হবে খ. প্রতিবেশী মন্দ বলবে

গ. সরকারকে জরিমানা দিতে হবে

ঘ. বেশি বিল পরিশোধ কষ্টকর হবে

Similar questions