উদবিদ বেচে থাকার জন্য পানি
Answers
শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। তোমাদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক অনুশীলনীর সব প্রশ্নের সঙ্গে অতিরিক্ত প্রশ্ন ও উত্তর আলোচনা করা হচ্ছে। তোমরা নিয়মিত পড়ো ও সংগ্রহ কর।
প্রথম অধ্যায় :জীব ও আমাদের পরিবেশ
শূন্যস্থান পূরণ কর :
১. প্রাণী নিজের ... নিজে তৈরি করতে পারে না।
২. সব উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য ... প্রয়োজন।
৩. কয়েকটি ... যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।
উত্তর :১. খাদ্য, ২. শক্তি, ৩. খাদ্য শৃঙ্খল
সঠিক উত্তরে টিক (্র) চিহ্ন দাও :
১. নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?
(ক) আলো (খ) পানি
(গ) বীজ (ঘ) খাদ্য
২. খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(ক) ঘাসফড়িং, তৃণজাতীয় উদ্ভিদ, সাপ, ব্যাঙ
(খ) ব্যাঙ, ঘাসফড়িং, তৃণজাতীয় উদ্ভিদ, সাপ
(গ) সাপ, ঘাসফড়িং, তৃণজাতীয় উদ্ভিদ, ব্যাঙ
(ঘ) তৃণজাতীয় উদ্ভিদ, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ
৩. সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে?
(ক) খাদ্য তৈরিতে(খ) বংশ বৃদ্ধিতে
(গ) শ্বাসকার্যে(ঘ) পরাগায়নে
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
১. পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ দাও।
উত্তর :পরিবেশের উপাদান মাটি, পানি, বায়ু ইত্যাদি। পরিবেশের এসব উপাদানের ওপর সব জীব নির্ভরশীল। পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ নিচে দেওয়া হলো :
(১) সব জীবের বেঁচে থাকার অত্যাবশ্যকীয় উপাদান হলো বায়ু। বিশেষ করে প্রত্যেক জীবের শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন প্রয়োজন। আর এ অক্সিজেনের জন্য জীব পরিবেশের বায়ুর ওপর নির্ভরশীল।
(২) পানির অপর নাম জীবন। সব উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। আর এ পানির জন্য জীব পরিবেশের ওপর নির্ভরশীল।
২. খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
উত্তর :উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে একে অন্যের ওপর নির্ভরশীল। সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আবার প্রাণী তার খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল। নিচে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য নিম্নরূপ :
খাদ্য শৃঙ্খল খাদ্যজাল ১. খাদ্য শৃঙ্খল হলো খাদ্য এবং খাদকের ধারাবাহিক একটি সম্পর্ক। খাদ্যজাল হলো অনেকগুলো খাদ্য শৃঙ্খলের পারস্পারিক সম্পর্ক। ২. খাদ্য শৃঙ্খলে একাধিক খাদক থাকে। খাদ্যজালে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে। ৩. একটি পরিবেশে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকতে পারে। একটি পরিবেশে একটি খাদ্যজাল থাকে।
অতিরিক্ত প্রশ্নের উত্তর :
শূন্যস্থান পূরণ কর :
১. জড় পরিবেশ নানাভাবে জীবের ... প্রভাবিত করে।
২. উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য ... অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩. উদ্ভিদের পাতার সবুজ কণিকার নাম ...।
৪. উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার নাম ...।
৫. ... শক্তির প্রধান উৎস।
৬. একটি খাদ্যজালে একাধিক ... থাকে।
উত্তর :১) জীবন ধারণকে ২) মাটি, পানি, বায়ু ৩) ক্লোরোফিল ৪) সালোকসংশ্লেষণ ৫) সূর্য ৬) খাদ্য শৃঙ্খল
সঠিক উত্তরে টিক (্র) চিহ্ন দাও :
১. নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?
ক. আলো খ. পানি
গ. বীজ ঘ. খাদ্য
উত্তর :ঘ.
২. খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. ঘাসফড়িং, তৃণজাতীয় উদ্ভিদ, সাপ, ব্যাঙ
খ. ব্যাঙ, ঘাসফড়িং, তৃণজাতীয় উদ্ভিদ, সাপ
গ. সাপ, ঘাসফড়িং, তৃণজাতীয় উদ্ভিদ, ব্যাঙ
ঘ. তৃণজাতীয় উদ্ভিদ, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ
উত্তর :ঘ.
[ বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল ]
© সমকাল ২০০৫ - ২০২০
ভারপ্রাপ্ত সম্পাদক : মুস্তাফিজ শফি । প্রকাশক : এ. কে. আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ (প্রিন্ট), +৮৮০১৮১৫৫৫২৯৯৭ (অনলাইন) |
Answer:
###free points......?!??