(ক) সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
১) হিসাববিজ্ঞান কী?
২) হিসাববিজ্ঞানের ২টি উদ্দেশ্য লিখ।
৩) ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা ব
৪) হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারী
কর।
৫) মূল্যবােধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা
খ) নিম্নের লেনদেনগুলাের কারণ ব্যাখ্যা কর এবং ি
প্রভাব দেখাও।
Answers
Answer:
An Irish Airman Foresees His Death" is a poem by Irish poet William Butler Yeats (1865–1939), written in 1918 and first published in the Macmillan edition of The Wild Swans at Coole in 1919.[1] The poem is a soliloquy given by an aviator in the First World War in which the narrator describes the circumstances surrounding
Answer:
১। হিসাববিজ্ঞান কি?
দৈনন্দিন হিসাব রাখার যে বিজ্ঞান সম্মত পদ্ধতি তা-ই হিসাববিজ্ঞান।
হিসাববিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান- যেখানে মানুষ বা কোন ব্যবসা প্রতিষ্ঠান তার দৈনন্দিন সংঘটিত আর্থিক ঘটনা গুলো সুশৃঙ্খল ভাবে লিপিবদ্ধ করে রাখতে পারে এবং একটি নির্দিশ্ট সময় পরে তার আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারে।
২। হিসাব বিজ্ঞানের ২টি উদ্দেশ্য লেখ।
হিসাব বিজ্ঞানের ২টি উদ্দেশ্য নিচে দেওয়া হল-
১. হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা।
২. প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা।
৩। ব্যাবসায় প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো।
ব্যাবসায় প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব অনেক।
একটি ব্যাবসায় প্রতিষ্ঠানে হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগে যেমন ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ, পণ্য বিক্রয় মূল্য নির্ধারণ, ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ ইত্যাদি যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো ও খারাপ দিকগুলো জানা যাবে না।
সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব।
৪। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যাবহারকারীদের একটি তালিকা প্রস্তুত করো।
হিসাব তথ্যের ব্যাবহারকারীদের দুইটি ভাগে ভাগ করা হয়।
১. অভ্যন্তরীণ ব্যাবহারকরী
২. বাহ্যিক ব্যাবহারকারী
অভ্যন্তরীণ ব্যাবহারকারীরা হলো:
- মালিক
- ব্যাবস্থাপক
বাহ্যিক ব্যাবহারকারীরা হলো
- ঋণদানকারী
- সরকার
- পাওনাদার
- কর্মচারী ও কর্মকর্তা
৫। মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো।
মূল্যবোধ হলো ব্যাক্তি ও সমাজের চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠা মানদণ্ড যা দ্বারা মানুষ কোনো বিষয়ে ভালোমন্দ বিচার করে থাকে।
মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন:
- সততা ও দায়িত্ববোধ বিকাশ
- ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি
- সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি এবং
- জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ করে হিসাব বিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।