Science, asked by sizanjoarder, 6 months ago

কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন?? ​

Answers

Answered by pulakmath007
1

কৈ মাছের ফুলকা ছাড়াও এই রকম অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। এই অতিরিক্ত শ্বাসযন্ত্র বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করলেও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে পারে না। সেই জন্য কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন

বলা আছে :

কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন

জানতে হবে :

কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা কর

সমাধান :

জিওল মাছ ফুলকা ছাড়াও যে শ্বাস অঙ্গের সাহায্যে বায়ু থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে তাকে অতিরিক্ত শ্বাসযন্ত্র বলে।

অবস্থান :

কৈ মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র মাথার দুপাশে ফুলকার ঠিক উপরে অবস্থিত

গঠন :

  • এটা দেখতে অনেকটা ফুলের মতো ।

  • মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র বৃক্ষাকার

  • এটি মাথার উভয় পাশে ফুলকার নিকটে অবস্থিত

উদাহরণ :

কৈ মাছের ফুলকা ছাড়াও এই রকম অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে।

ব্যাখা :

কৈ মাছের ফুলকা ছাড়াও এই রকম অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে।

এই অতিরিক্ত শ্বাসযন্ত্র বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করলেও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে পারে না।

সেই জন্য কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে

https://brainly.in/question/28031125

2. চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12,18 ও 30 দ্বারা বিভাজ্য

https://brainly.in/question/23997497

#SPJ3

Answered by payalchatterje
0

Answer:

কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন: কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন অত্যন্ত প্রয়োজন। কেননা আমরা যেমন বাতাস বা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, দম বন্ধ হয়ে মারা যাই। মাছের বেলাতেও তাই ঘটে। কৈ মাছ অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে আর এমনভাবে তৈরি করে যে এটি শুধু পানি থেকে অক্সিজেন নিতে পারে বাতাস থেকে নয়।যদি পানি না থাকতো তাহলে কোন মাছ বাঁচতে পারতো না। শুধু মাছ নয় যেসব প্রাণী ফুলকা দিয়ে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় তাদের কোনটাই বাঁচতে পারতো না। ফলে পরিবেশ হুমকির মুখে পরত। তাছাড়া আমাদের প্রোটিনের প্রায় শতকরা ৮০ ভাগই আসে মাছ থেকে।

এটি একটি বাংলা প্রশ্ন |

বাংলা ভাষা সম্পর্কে আরও জানুন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Similar questions