Social Sciences, asked by ofaruq367, 7 months ago

একজন দেশপ্রেমিক নাগরিকের গুন ১০টি বাক্যে প্রকাশ কর ​

Answers

Answered by Anonymous
0

Answer:

১/একজন দেশ প্রেমিক সর্বদা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে

২/একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশের কল্যাণের কথা চিন্তা করে ।

৩/একজন দেশপ্রেমিক নাগরিক দেশের স্বার্থকে বড় করে দেখে।

৪/ একজন দেশ প্রেমিক রাষ্ট্রের সংকট পূর্ণ মুহূর্তে সবার আগে এগিয়ে আসে।

৫/ একজন দেশপ্রেমিক নাগরিক তার ভূখণ্ড এবং তার নাগরিকদের খুব ভালোবাসে।

৬/একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশের আইন কানুন মেনে চলে এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়।

৭/একজন দেশপ্রেমিক নাগরিক দেশকে বিভিন্নভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করে ।যেমন: অর্থনীতি ,সংস্কৃতি ,রাজনীতি ইত্যাদি।

৮/একজন দেশপ্রেমিক নাগরিক সকল কল্যাণকর কাজে নিযুক্ত থাকে ।

৯/একজন দেশ প্রেমিক নাগরিক সবসময় অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে।

১০/ একজন দেশপ্রেমিক নাগরিক সর্বদা দেশের স্বাধীনতা রক্ষায় সচেষ্ট থাকে।

Explanation:

please mark as brainliest and follow me!

Similar questions