দেশপ্রেমের বিষয়টি উল্লেখ কর
Answers
Answer:
দেশপ্রেম হচ্ছে একজন ব্যক্তি বা একটি জনগোষ্ঠী কর্তৃক মাতৃভূমির প্রতি একধরনের আবেগপূর্ণ অনুরাগ বা ভালোবাসা। আর দেশপ্রেম ও জাতীয়তাবোধ পরস্পর সম্পৃক্ত হওয়ায় এটাকে জাতীয় অনুভূতি কিংবা জাতীয় অহংকারও বলা যেতে পারে। মানুষের জাতিগত, সাংস্কৃতিক, রাজনৈতিক অথবা ঐতিহাসিক পটভূমিকায় দেশভেদে দেশপ্রেমের ভিন্ন ভিন্ন রূপ পরিদৃষ্ট হলেও ব্যাপারটা আসলে এক ও অভিন্ন এবং দেশপ্রেমিক বলতে বোঝায় এমন সব ব্যক্তি, যাঁরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগে সর্বদা প্রস্তুত।
দেশপ্রেম প্রদর্শনের উপায়গুলি নিম্নলিখিত :
*দেশকে আপন মায়ের সদৃশ ভালবাসতে হবে;
*দেশের মানুষকে ভালবাসতে হবে;
*দেশের জাতীয় সংগীত ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে;
*দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে;
*দেশের সুনাম নষ্ট হয় এমন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে;
*দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে;
*জাতীয় দিবস গুলোকে যথাবিহিত সম্মানপূর্বক পালন করতে হবে;
*জাতীয় সম্পদ রক্ষা করা বা ক্ষতি সাধন না করার মানসিকতা রাখতে হবে;
*সর্বদা দেশের মঙ্গল, কল্যান ও উন্নয়নের নিমিত্তে নিজ অবস্থান থেকে সচেষ্ট থাকতে হবে;
*রাষ্ট্রদ্রোহিদের ঘৃনা করতে হবে;