হাশরের ময়দানে শাফায়াত কার্যকর কয় ধরনের হবে?
Answers
Answer:
কেয়ামতের গুরুত্বপূর্ণ ধাপ হলো হাশর, সেদিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে জামায়াত করা হবে।
হাশরের কার্যাবলি হবে সূক্ষ্ম, আর শাফায়েত হলো তার একটি অংশ। হাশরের ময়দানে আল্লাহর হুকুম ব্যতীত কেউ কথা বলার সাহস পাবেনা।
মূলত দুটি কারনে শাফায়াত করতে হবে বা কার্যকর হবে।
১/ পাপীদের ক্ষমা করা বা পাপ মার্জনা করা জন্য।
১/ পাপীদের ক্ষমা করা বা পাপ মার্জনা করা জন্য। ২/ পূন্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যান লাভের জন্য।
আর শাফায়াত দুই ধরনের ———
ক) শাফায়াতে কুবরা
খ) শাফায়াতে সুগরা
শাফায়াতে কুবরা মানে সর্বশ্রেষ্ঠ শাফায়েত, এটি মূলত কার্য শুরু করার শাফায়েত। কেয়ামতের প্রচন্ড তাপে সকল মানুষ দিশেহারা হয়ে সকল নবীদের কছে একে একে আল্লাহর নিকট শাফায়াতের জন্য অনুরোধ করবে, কিন্তু সবাই অপারগতা প্রকাশ করবে এবং সবশেষে মহানবী (সঃ) সেজদা মাধ্যমে আল্লাহর নিকট বান্দার শাফায়াত এর জন্য আকুতি করবে, আল্লাহ তাকে ( মহানবী সঃ) কে অনুমতি দিবেন, তিনি সবার জন্য শাফায়াত করবেন।
শাফায়াতে সুগরা কেয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পূন্যবানদের জন্য মর্যাদা বৃদ্ধি করাই শাফায়াতে সুগরা।
আমরা শাফায়াতের উপর বিশ্বাস করব এবং রাসুল (সঃ) এর দেখানো পথে চলবো ফলে পরকালে রাসুল (সঃ) এর শাফায়াত যেন পাই সেই জন্য দোয়া বেশি বেশি করব