Chinese, asked by khanshadat25, 7 months ago

ছত্রাক কে মৃত্যজীবী বলা হয় কেনো
‌​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
1

ছত্রাক সমাঙ্গদেহী অসবুজ উদ্ভিদ। এদের দেহে ক্লোরোফিল থাকে না। ফলে এরা সালকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে না। খাদ্যের জন্য এরা মৃত জীবদেহের উপর নির্ভর করে। এছাড়া এরা মৃত জীবদেহ বা জৈব পদার্থে পূর্ণ এমন মাটিতে জন্মায়। এ কারণে ছত্রাককে মৃতজীবী বলা হয়।

Similar questions