এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ
ক) সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন-
১/ ইহুদি বংশে তিনজন লােকের কী কী শারীরিক সমস্যা ছিল?
২। সততার পুরস্কার গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৩| ‘সততার পুরস্কার’ গল্পটির শিক্ষণীয় দিকটি অল্প কথায় লিখ।
৪। লােকে যােগেন বসাককে মহৎলােক বলে ভাবতাে কেন?
৫। বােলতা বা ভিমরুলকে মিনু শত্রু ভাবে কেন?
৬। মিনুর অনেক জ্বর থাকা সত্ত্বেও ছুটে বাইরে বেরিয়ে এসেছিল কেন?
৭| সমঝদার আর ঘরছাড়া মানুষ কিসের টানে মিশরে ছুটে যায়?
৮। নীলের উপর ভেসে চলা নৌকা দেখে লেখকের অভিব্যক্তির পরিচয় দাও।
৯। মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওরা কী বিশ্বাস করতেন?
১০। নীলনদ আর পিড়ামিডের দেশ ভ্রমণকাহিনী অনুযায়ী সুদানবাসীর শারীরিক
Answers
Explanation:
৬ষ্ঠ শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট: এনসিটিভি কর্তৃক প্রণীত ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকের ৬ষ্ঠ শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তোমাদের সুবিদার্থে দেওয়া হল। ৬ষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট সমূহ পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন; তাহলে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সবগুলো অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন।
শ্রেণি: ৬ষ্ঠ বাংলা বিষয়ের ১ম এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম:
১. সততার পুরষ্কার, ২. মিনু, ৩. নীলনদ ও পিড়ামিডের দেশ;
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
নিচে দেওয়া সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তোমার খাতায় লিখবে-
ক) সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১। ইহুদি বংশে তিনজন লােকের কী কী শারীরিক সমস্যা ছিল?
২। সততার পুরস্কার’ গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৩। ‘সততার পুরস্কার’ গল্পটির শিক্ষণীয় দিকটি অল্প কথায় লিখ।
৪। লােকে যােগেন বসাককে মহৎলােক বলে ভাবতাে কেন?
৫। বােলতা বা ভিমরুলকে মিনু শত্রু ভাবে কেন?
৬। মিনুর অনেক জ্বর থাকা সত্ত্বেও ছুটে বাইরে বেরিয়ে এসেছিল কেন?
৭। সমঝদার আর ঘরছাড়া মানুষ কিসের টানে মিশরে ছুটে যায়?
৮। নীলের উপর ভেসে চলা নৌকা দেখে লেখকের অভিব্যক্তির পরিচয় দাও।
৯। মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওরা কী বিশ্বাস করতেন?
১০। নীলনদ আর পিড়ামিডের দেশ ভ্রমণকাহিনী অনুযায়ী সুদানবাসীর শারীরিক গঠনের বর্ণনা দাও।