শিক্ষা সফরের অভিজ্ঞতা
Answers
Answered by
2
23 ঘন্টা পূর্বে উত্তর প্রদান করেছেন আলো (222 পয়েন্ট)
ছাত্রজীবনে শিক্ষা সফর একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি এক দিকে যেমন শিক্ষার অঙ্গ অন্যদিকে শিক্ষাকে ধরে রাখতে চাঞ্চাল্য সজীব মন গঠনে শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম।
নিম্নে আমার একটি শিক্ষাসফরের অভিজ্ঞতা বর্ণনা করা হলঃঃ
আমি দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী(ব্যক্তিগতভাবে আমি না কিন্তু হাহাহা্)। আমাদের বার্ষিক পরীক্ষার থিউরি বিষয় শেষ হয়েছে কিন্তু প্রাক্টিক্যাল বাকী। বায়োলজি অংশে ভিজিটিং যুক্ত থাকায় শিক্ষকগণ আমাদের বলিলেন একটি শিক্ষা সফরে যেতে হবে।
আমি শিক্ষা সফরের কথা শুনে খুব বেশি উত্তেজিত হয়নি। বরং আমার মন বলছে না যাওয়াই ভাল। আমরা কি শিশুদের মত হই হুলোড় করব? সাথে তো শিক্ষকগন থাকবেন। বকাবকির ভয় আছে। তাছাড়া শিক্ষাসফরেও শিখতে হবে। আলাদাই বা কি আছে।
Hope its help you.....
please follow me......
Similar questions