প্রফেজ ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে?
Answers
Answer:
how can I give answer this question I am not used this language so sorry I am not able
Explanation:
প্রোফেজঃ কোষ বিভাজনের পূর্ণ চক্রের দ্বিতীয় দশা হচ্ছে ক্যারিওকাইনেসিস।
এই ক্যারিওকাইনেসিস একটী দীর্ঘ প্রক্রিয়া। এই ধাপের আবার প্রোফেজ, প্রো-মেটাফেজ, মেটাফেজ, এনাফেজ টেলোফেজ নামে ৫টি ধাপ আছে।
প্রোফেজ ধাপের গুরুত্বঃ ক্যারিওকাইনেসিস এর প্রথম পর্যায় হচ্ছে প্রোফেজ। এই পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয়। বিভাজনের জন্য নিউক্লিয়াসের উপাদান গুলো দুই পাশে ভাগ হয়ে যাওয়ার কারনে এটির উপাদানকে ডাবল হতে হয়। তাই বলা যায় যে প্রোফেজ ধাপের জন্যই কোষ বিভাজনের পরবর্তী প্রক্রিয়া বজায় থাকে এর ফলে দেহে কোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে জীব ছোট থেকে বড় হয়।
এই বিভাজনের ফলে কোষের নির্দিষ্ট আকার আয়তন বজায় থাকে।
এই বিভাজনের ফলেই জনণাঙ্গ সৃষ্টি হয় বলে জীবের বংশ বৃদ্ধির ধারা বজায় থাকে।