Geography, asked by shahadathosennoyon21, 5 months ago

কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেনো ব্যাখ্যা কর?​

Answers

Answered by mdmainuddin350
3

সাধারণত মাছ চাষের জলাশয়ে ৫- ৮ পিপিএম অক্সিজেন দ্রবীভূত থাকা দরকার। অর্থাৎ প্রতি লিটার জলে ৫ – ৮ মিলিগ্রাম। অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকা প্রয়োজন। জলে অক্সিজেনের পরিমাণ ৩ পিপিএম বা তারও নীচে হলে মাছ মারা যাবে না, কিন্তু তাদের জীবন স্বাভাবিক থাকবে না। তাদের বৃদ্ধি, প্রজনন এবং বংশবিস্তার ভীষণ ভাবে বিঘ্নিত হবে। অক্সিজেনের পরিমাণ কমে যখন ১ পিপিএম এর নীচে চলে যায় তখন মাছের মড়ক দেখা যায়। জলের উপরের স্তরে চলে আসে, খাবি খায়, ভাসতে থাকে।

Similar questions