Business Studies, asked by MohammadAlMamun, 6 months ago

বিজ্ঞাপন এজেন্সি বলতে কি বুঝ?​

Answers

Answered by mdmainuddin350
0

Answer:

এজেন্সি বলতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠাকে বোঝায় যারা তৃতীয় পক্ষ হিসেবে কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করে থাকে।

উদাহরণ স্বরূপ , ধরুন আপনি একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক এ্যাডজগত-এর হয়ে কাজ করবেন।

কাজটি করবেন আপনি নিজের মত করে নিজেরই সময় অনুযায়ী। যেহেতু, এটি বিজ্ঞাপন নেটওয়ার্ক তার অর্থ এখানে বিজ্ঞাপনদাতা আবশ্যক হয়ে থাকে।

আপনার কাজ হবে বিজ্ঞাপনদাতা সংগ্রহ করা। আপনার নিজের প্রচেষ্ঠায় সংগৃহিত বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনটি দেখাতে হবে এ্যাডজগত-এর বিজ্ঞাপন নেটওয়ার্ক আর এই কাজটির জন্য আপনি পাবেন এ্যাডজগত-এর নিকট থেকে একটি শতকরা হারে কমিশন।

উদাহরণ স্বরূপ , আপনার হাতে সংগৃহিত একজন বিজ্ঞাপনদাতা যদি প্রতিদিন তার পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের লক্ষ্যে প্রতিদিন গড়ে ১০ হাজার টাকা করে খরচ করে তাহলে আপনি প্রতিদিন শতকরা ১০% হারে এ্যাডজগত-এর নিকট থেকে ১ হাজার টাকা করে কামশন পাবেন।

এইভাবে যদি আপনি আপনার নিজের দক্ষতা কাজে লাগিয়ে প্রতিমাসে এরকম ৩০টি বিজ্ঞাপনদাতা যোগাড় করতে পারেন তাহলে মাসে শেষে ৩০ দিনে ঘরে বসে ৩০ হাজার টাকা আয় করতে পারবেন।

এটা খুব কোন কঠিন কাজ নয় শুধু মেধা, সৃজনশীলতা ও একটু শ্রম ও দক্ষতা কাজে লাগালেই কাজটি অনেক সহজেই করতে পারে। দেশের ও দেশের বাহিরে অনেকেই এভাবে কাজ করে। এই কাজটি করতে আপনাকে কোন প্রকার অর্থ ইনভেস্ট করতে হবে না বা কারো চাকুরী করতে হবে না।

এটি একটা সম্পুর্ণ স্বাধীন কাজ। আপনার ইচ্ছানুযায়ী আপনি কাজ করবেন তাতে কারো কোন মাথা ব্যথা নেই।

Similar questions