Science, asked by mdnishatgammern, 6 months ago

উদ্দীপকঃনিধিতাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখল,ছোট পেয়েরা গাছটি ছোট পেয়েরা গাছটি ছয় মাসে অনেক লম্বা হয়েছে।সে তার মায়ের কাছে জানল,কোয় বিভাজনের কারনে এমন হয়েছে।পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন।মেয়ে মাকে জিঙ্গেস করল,মা তুমি মাটিতে সার দিচ্ছ,কিন্তু তা পাতায় পৌছাবে কী করে।মা জানালেন এক বিশেষ প্রকৃয়ার মাধ্যমে।

ক)কোষ বিভাজন কাকে বলে?
খ)মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?
গ)উদ্দিপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদ বৃদ্ধিতে কিভাবে ভুমিকা রাখে ব্যাখ্যা কর।
ঘ)মায়ের উত্তরে বলা বিশেষ প্রকৃয়ার গুরূত্ব উদ্ভদের জীবনে কত খানি,তা বিশ্লেষন কর।​

Answers

Answered by mdmainuddin350
3

Answer:

ক)কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার দ্বারা জীবের দৈহিকবৃদ্ধি ও বংশ বৃদ্ধি ঘটে । যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে । বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ (Daughter cell) এবং যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃ কোষ (Mother cell) বলে ।

খ)মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পর পর দুবার বিভাজিত হলেও ক্রমোজমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রমোজমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এ বিভাজনে ক্রমোজমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়।

Similar questions