Science, asked by Fahimabintefayez, 4 months ago

ব্যক্তিগত জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করে
‘প্রযুক্তি নির্ভর বিষ” শিরােনামে একটি প্রবন্ধ লিখ (২০০ শব্দের
মধ্যে)।
[গ্রজে যা যা থাকবে-
ভূমিকা
ব্যক্তিগত জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তিব্যবহারের
খতি বনে তথ্য ও যে।।। এটি ব্যবহারের গুরুত্ব
উপসংহার ।
plz guys help me if you're a Bengali
plz plz​

Answers

Answered by vadghuleasha
130

Answer:

আধুনিক জীবনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের এই নগর সভ্যতার দিকে তাকালে আমরা এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ করতে পারি। এই যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সমাজের যে স্তরে এখনো বিজ্ঞানের ছোঁয়া লাগেনি সে স্তরে এখনো উন্নতির ছোঁয়া প্রবেশ করতে পারেননি। তাই বলা যায় যে সভ্যতার উন্নয়নের মূলে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পিটার থেইল বলেছেনঃ

"Technology just means information technology."

ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাবহারের ক্ষেত্রসমূহ

সাম্প্রতিককালে তথ্য প্রযুক্তির যে বিস্ময়কর উন্নতি সাধিত হয়েছে তা প্রযুক্তি বিজ্ঞানেরই অবদান পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে কোন না কোনভাবে প্রযুক্তি ব্যবহার করেনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় কাজে ব্যবহার হচ্ছে। ঘুমাতে যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে জেগে উঠা পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমারা প্রযুক্তির ব্যাবহার করে আসছি। ব্যক্তিগত  জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাবহারের ক্ষেত্রসমূহ হলঃ 

ক) ব্যক্তিগত যোগাযোগ

খ) বিনোদন

গ) জিপিএস (GPS: Global Positioning system)

ঘ) কম্পিউটার ব্যবহার করে গান শোনা

ঙ) ই-বুক ব্যবহার করে বই পড়া

চ) কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ

I hope this write....... i try my best

Similar questions