৪। আধুনিক শ্রেণিকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের
গতি এদের বৈশিষ্ট্য লিখ।
| - -
, ৬
Answers
Answered by
0
আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা হল প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এবং মাশরুম হল ফানজাই বা ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত।
■ প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য -
প্রোটিস্টা রাজ্যের জীবসমূহ এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস।
এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে
ক্রোমাটিন বস্তুতে DNA, RNA ও প্রোটিন থাকে।
কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে।
খাদ্যগ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে।
■ ফানজাই বা ছত্রাক রাজ্যের বৈশিষ্ট্য -
এরা মৃতজীবী বা পরজীবী হিসেবে কাজ করে।
অধিকাংশ বহুকোষী এবং স্থলজ।
এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত।
এরা মোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে।
এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে।
Similar questions