India Languages, asked by surmakahtun, 5 months ago

হাদিস শরিফ শ্রেনি নবম অ্যাসাইনমেন্ট .
প্রশ্ন: তোমার বন্ধুর সাথে পতিমধ্যে হঠাৎ দেখা হয়ে গেল এক্ষেএে তোমার সৌজন্য বিনিময়ে ইসলামি পদ্ধতির ফজিলত বরননা কর?​

Answers

Answered by bokkorm29
17

Answer:

ওকে কেন এখন দেশে কি হারাও আমার বাড়ীতে তৈরি দুর্দশা বড়ো

Answered by poonammishra148218
0

Answer:কাউকে বিনোদন কিংবা হাসানোর জন্যও মিথ্যা বলা যাবে না। কারণ মানুষকে হাসানোর জন্য অসংযত কিংবা মিথ্যা কথা বলায় রয়েছে মারাত্মক ও ভয়াবহ পরিণতি। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তবে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস।’ (আবু দাউদ)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসব ব্যক্তিদের জন্য ধ্বংসের কথাটি দুই বার বলেছেন। একাধিকবার বলে অপরাধের ভয়াবহতা বুঝিয়েছেন। মানুষকে এসব কাজ থেকে বিরত থাকার প্রতিও ইঙ্গিত দিয়েছেন।

Explanation:

Step:1 যে প্রশ্নটি দেওয়া আছে, এটি ভুল। কারণ বাস্তব সংখ্যার সেটে এর উৎপাদকে বিশ্লেষণ সম্ভব নয়।

ধরে নেওয়া যাক, আমাদেরকে (3a² + 8a - 3) -এর উৎপাদকে বিশ্লেষণ করতি হবে।

এখন, 3a² + 8a - 3

= 3a² + (9 - 1) a - 3

= 3a² + 9a - a - 3

= 3a (a + 3) - 1 (a + 3)

= (a + 3) (3a - 1)

∴ নির্ণেয় উৎপাদকে বিশ্লেষণ = (a + 3) (3a + 1) ।

মনে রাখার বিষয়:

এই পদ্ধতির নাম "মধ্যপদ বিশ্লেষণ", যেখানে প্রান্তীয় দুই পদের গুণফলকে উৎপাদকে বিশ্লেষণ করা হয় এবং তাকে যোগ বা বিয়োগ আকারে লিখে মধ্যপদের মানের সাথে সমান করা হয়।

Step:2দুই ভাইয়ের বর্তমান বয়স 5 বছর আগে x এবং 2x বছর হোক

2x−5

x−5

∴ বর্তমান বয়স 10 বছর এবং 20 বছর

প্রয়োজনীয় অনুপাত=

=3:5

Step:3ও মানসিক সুস্থতার জন্য হাসি-খুশি থাকা জরুরি। উত্তম কথা ও মন্দ পরিহার করে হাসি খুশি থাকা যায়। কিন্তু বর্তমান সময়ে এমন অনেক অনুষ্ঠান কিংবা প্রতিযোগিতা দেখা যায়, যেখানে কথা শুনলেই মানুষ হাসতে থাকে। আবার এমন অনেকে আছে, যারা মানুষকে হাসানোর জন্য ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরণের কথা বানিয়ে বলে থাকে। মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলা যাবে কি

To learn more about similar questions visit:

https://brainly.in/question/28103800?referrer=searchResults

https://brainly.in/question/27754336?referrer=searchResults

#SPJ3

Similar questions