নিধি তাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখল,ছোট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা হয়েছে।সে তার মায়ের কাছে জানল,কোষ বিভাজনের কারনে হয়েছে।পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন।মেয়ে মাকে জিজ্ঞেস করল, " মা তুমি মাটিতে সার দিচ্ছ,কিন্তু তা পাতায় পৌঁছাবে কি করে "।মা জানালেন, " এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে "।
★মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কত খানি-তা বিশ্লেষণ কর।
This Question for Bengali students class 8.And it is bangla Language...
Answers
Answered by
2
পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য পূর্ব ভারতে বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি। জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য । এই রাজ্যের আয়তন ৮৮৭৫২ বর্গ কি. মি.। পশ্চিমবঙ্গ বাংলা-ভাষী বাঙালি জাতি অধ্যুষিত বাংলা অঞ্চলের একটি অংশ।
Similar questions