তোমার একটি বইয়ের দৈর্ঘ্য ২০ সেমি, প্রস্থ ১৫ সেমি এবং উচ্চতা ১ সেমি, এরুপ ৫০ টি বইয়ের আয়তন কত?
Answers
Answer:
আয়তন=(দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা)ঘনএকক
=২০.১৫.১ঘনসেন্টিমিটার
=৩০ঘনসেন্টিমিটার
একটি বইয়ের ওজন ৩০ঘনসেন্টিমিটার
৫০টি বইয়ের কওজন৩০ গুণ ৫০ ঘনসেন্টিমিটার
=১৫০০ঘনসেন্টিমিটার
Answer:
একটি চতুর্ভূজের ন্যায় বইগুলিকে যেভাবেই সাজাই না কেন, তাঁর আয়তন হবে ১৫০০০ঘন সেমি।
Explanation:
প্রতিটি বইয়ের দৈর্ঘ ২০সেমি, প্রস্থ ১৫সেমি ও উচ্চতা ১সেমি যা একই। তাহলে একটির উপর একটি করে বই রাখলে মোট উচ্চতা হবে ৫০সেমি। তখন সবগুলি মিলে আয়তন হবে ২০সেমি x ১৫সেমি x ৫০সেমি=১৫০০০ ঘন সেমি।
একই ভাবে যদি একটির উপর অন্যটি না রেখে প্রস্থের সাথে প্রস্থ মিলিয়ে পাশাপাশি রাখা হয় তবে একপাশের দৈর্ঘ হবে ১৫সেমি x ৫০=৭৫০সেমি। তখন আয়তন হবে ৭৫০সেমি x ২০সেমি x ১সেমি=১৫০০০ ঘন সেমি।
তদ্রূপে, দৈর্ঘের সাথে দৈর্ঘ মিলিয়ে পাশাপাশি রাখলে এক পাশের দৈর্ঘ হবে ২০সেমি x ৫০=১০০০সেমি। সেক্ষেত্রে আয়তন হবে ১০০০সেমি x ১৫সেমি x ১সেমি=১৫০০০ঘন সেমি।
এমন করে একটি চতুর্ভূজের ন্যায় বইগুলিকে যেভাবেই সাজাই না কেন, তাঁর আয়তন হবে ১৫০০০ঘন সেমি।