English, asked by bachchu21148, 7 months ago

উদ্ভিদের জীবনে কত খানি-তা বিশ্লেষণ কর।
নিধিতাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে। ক
দেখল, ছােট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা।
হয়েছে। সেতার মায়ের কাছে জানল, কোষ।
বিভাজনের কারনে এমন হয়েছে।
গাছটিতে কিছু জৈব সার প্রয়ােগ করলেন। মেয়ে।
মাকে জিজ্ঞেস করল, “মা, তুমি মাটিতে সার দিচ্ছ,
কিন্তু তা পাতায় পৌছাবে কী করে”। মা জানালেন।
“এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে।
ক) কোষ বিভাজন কাকে বলে?
খ) মিয়ােসিস কোষ বিভাজন কে হ্রাস মূলক
বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী।
ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভুমিকা রাখে।
ঘ) মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব
এ্যাসাইনমেন্ট/
পরে মা
ব্যাখ্যা কর।​

Answers

Answered by od935432
0

Answer: কথায় আছে,যার জন্য চুরি করি, সেই বলে চোর। যাকে সাহায্য করে সম্মান দিয়ে মাথায় করে রাখবেন। প্রতিদান দেবে তো দুরের কথা একটা সময় যখন সে সাফল্যের দেখা পেয়ে যাবে তখন আপনাকে আর চিনবে না।

দুনিয়ায় রীতি।

Explanation:

Similar questions