আধুনিক শ্রেণিকরণ পদ্ধতিতে অ্যামিবা মাশরুম কোন রাজ্যের অন্তর্গত তাদের বৈশিষ্ট্য লেখ
Answers
Answered by
74
Answer:
অ্যামিবা
- অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত
- এরা এককোষী প্রাণী
- এরা একক বা দলবদ্ধভাবে থাকে
এদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত।
মাশরুম
- মাশরুম হলো ফাইবার ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত।
- এরা সাধারনত এককোষী ও বহুকোষী হয়।
- এদের দেহে ক্লোরোফিল নেই তাই এরা পরভোজী।
এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে।
আমারও এই প্রশ্নটা প্রয়োজন ছিল পরে আমার টিচার আমাকে বুঝিয়ে দিয়েছে যে ভাবে বুঝিয়ে দিয়েছে আমি তোমাকে সেভাবে লিখেছি।
প্লিজ আমাকে ফলো করো
Similar questions