Biology, asked by hyder4392, 5 months ago

সাইকাস সুপারি গাছ মস কাঁঠাল গাছ ​

Answers

Answered by sujal23805
5

জেনিফার লরেন্স একজন মার্কিন অভিনেত্রী। তার প্রথম উল্লেখযোগ্য অভিনয় ছিল দ্য বিং ইংভাল শো নামের একটী সিটকমে। এরপরে তিনি ২০০৮ সালে দ্য বার্নিং প্লেইন এবং ২০১০ সালে উইনটার’স বোন নামের দুইটি চলচ্চিত্রে অভিনয় করেন।

Answered by arifbabusona2000
0

Answer:

উঃ:- সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা” ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য নিচে দেওয়া হল।

ক. মস অপুষ্পক উদ্ভিদ। এদের বৈশিষ্ট্য-

i. স্পোর বা রেনু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে।

ii. এরা সমাঙ্গ দেহী উদ্ভিদ।

iii. উদ্ভিদের নায়মুল থাকে না সাধারণত। মূল এর পরিবর্তে রাইজয়েড রয়েছে।

iv. এরা সবুজ ও স্ব ভোজী।

খ. সাইকাস একটি নগ্নবীজী উদ্ভিদ। এর বৈশিষ্ট্য-

i. ফুলের ডিম্বাশয় থাকে না;

ii. ডিম্বক গুলো নগ্ন থাকে;

iii. ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে।

গ. সুপারি গাছ, কাঁঠাল গাছ, সরিষা এগুলো আবৃতবীজী উদ্ভিদ। এদের বৈশিষ্ট্য-

i. এসব উদ্ভিদের ফুলের ডিম্বাশয় থাকে।

ii. নিষেকের পর ডিম্বক বীজ ও ডিম্বাশয় ফলে পরিণত হয়।

iii. বীজগুলো ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে।

Similar questions