Science, asked by sheshersharma, 6 months ago

উদ্ভিদ বেঁচে থাকার জন্য পানির দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রকিয়ার ধাপ গুলো কী কী​

Answers

Answered by juhi4312
1

Answer:

পরীক্ষন: বেঁচে থাকার জন্য পানির দরকার কি না তার পরীক্ষা।

পরীক্ষনের জন্য যা যা দরকার :ছোট দুই টি পাত্র, শুকনো মাটি, পানি, গাছের দুটি চারা, ফুল।

ছোট দুটি মাটির টব নেই ।টব দুইটির তলায় ছোট ছিদ্র করে এবার শুকনা মাটি দিয়ে পাত্র ভরে দিতে হবে। এবার একি ধরনের দুটি চারা গাছ পাত্রে রপন করতে হবে। এবং একটি তে পানি দিতে হবে অন্যটি শুকনো রাখতে হবে। দুটি গাছকে ছায়াই রাখতে হবে।পরের দিন গাছ দুটিকে পযবেক্ষন করে দেখলাম। একটি সতেজ আছে আর অন্য টি মারা গেছে।

এই থেকে সিদ্ধান্তে আসতে পারলাম যে পানি না দেওয়ার কারনে একটি গাছ মারা গেছে।

এই গুলো হলো বৈজ্ঞানিক প্রক্রিয়ায় ধাপ যার মাধ্যমে আমরা প্রমান করতে পারি উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির দরকার।

Similar questions