English, asked by hmd282960, 7 months ago

ভাইরাস উদ্ভিদের কি কি রোগ সৃষ্টি করে​

Answers

Answered by pulakmath007
31

প্রশ্ন :

ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে ?

উত্তর :

ভাইরাসের সংজ্ঞা

নিউক্লিয় প্রোটিন নির্মিত, অতি ক্ষুদ্র অকোষীয় রোগ সৃষ্টিকারী, বাধ্যতামূলক পরজীবী,কেবলমাত্র পোষককোষে প্রজনন ক্ষম, ইলেকট্রনিক অণুবিক্ষন যন্ত্রে দৃশ্যমান জীব ও ঝড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তুকে ভাইরাস বলে ।

ভাইরাসের ধরন :

রোগ সৃষ্টির ধরন অনুযায়ী ভাইরাস তিন ধরণের। যথা

1. প্রাণী ভাইরাস - প্রাণী দেহে সংক্রমণ ঘটায়।

যেমন ইনফ্লুয়েন্জা ভাইরাস

2. ব্যাক্টেরিওফাজ ভাইরাস - ব্যাকটেরিয়াকে আক্রমণ করে।

যেমন :  \sf{T_2}

3. উদ্ভিদ ভাইরাস - উদ্ভিদ দেহে সংক্রমণ ঘটায়।

যেমন

তামাক গাছ - টোবাকো মোজেইক ভাইরাস

আলু গাছ - পোটাটো মোজেইক ভাইরাস

বিন গাছ - বিন মোজেইক ভাইরাস

ফুলকপি গাছ - ফুলকপির মোজেইক ভাইরাস

━━━━━━━━━━━━━━━━

আরো জানুন

স্কুটনাংক কাকে বলে ?

https://brainly.in/question/28008675

Similar questions