কৈ মাছের জন্য দ্রবীভূত প্রয়োজন কেন? ব্যাখ্যা কর
Answers
Answer:
মাছের শ্বাসকার্যের জন্য রয়েছে ফুলকা। ফুলকা এমনভাবে মহান আল্লাহ্ তৈরি করেছেন যেটা শুধুমাত্র পানি থেকে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করতে পারে। এজন্য কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন।
অক্সিজেন জীবনের জন্য অপরিহার্য। প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন ছাড়া কোন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি সম্ভব নয়। সে কারণে পানিতে দ্রবীভূত অক্সিজেন কৈ মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ-প্ল্যাংঙ্কটন ও জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন প্রস্ত্তুত করে তা পানিতে দ্রবীভূত হয়। বাতাস থেকে কিছু পরিমাণ অক্সিজেন সরাসরি পানিতে মিশে। পুকুরের মাছ, জলজ উদ্ভিদ ও প্রাণী এ অক্সিজেন দ্বারা শ্বাসকার্য চালায়। রাতে সূর্যালোকের অভাবে পানিতে কোন অক্সিজেন প্রস্ত্তুত হয় না। পুকুরের তলায় জৈব পদার্থ পচনেও অক্সিজেন ব্যবহৃত হয়। এজন্য সকালে পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ খুব কমে যায়, বিকেলে অপেক্ষাকৃত বেশি থাকে। পানিতে ২.০ মি.গ্রা/লিটারের কম অক্সিজেন থাকলে মাছ স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। পুকুরের পানিতে
Explanation:
In the figure, PQ = 7.5cm, QR = 12cm, PR = 10cm. Which of the following
statements is true? *
P
7.5cm
10cm
Q
12cm
R
O PQR > PRQ > ZRQP
N
OPRQ > PQR > ZQPR
O ZQPR > ZPRQ > PQR