History, asked by isahaqueshuvo, 7 months ago

দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র' -ব্যাখ্যা কর​

Answers

Answered by Anonymous
83

Answer:

শস্যক্ষেত্রে মানুষ যেরূপ চাষাবাদ করে সেরূপ ফসল লাভ করে। যেমন কেউ ধান চাষ করলে ধান লাভ করবে। গম চাষ করলে গম লাভ করবে। তেমনি ভালো করে চাষাবাদ করলে ফসল বেশি লাভ করবে। আর অলসতার কারণে চাষাবাদ না করে জমি ফেলে রাখলে কিছই লাভ করা যাবে না। দুনিয়া ও আখিরাতের অবস্থাও ঠিক তেমন। আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি, আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ মেনে চলি তাহলে আখিরাতে ফল ভালো লাভ করব। আর যদি ইচ্ছেমতো চলাফেরা করি, অন্যায় ও পাপ কাজ করি তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হবো। সুতরাং পরকালের অনন্ত জীবনের জন্য দুনিয়াতেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।

Similar questions