আয়োডিন আমাদের শরীরে কি কি কাজ করে
Answers
Answered by
0
Answer:
১। থাইরক্সিন নামক হরমোন তৈরীর জন্য অত্যাবশ্যকীয়।
২। শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য অপরিহার্য।
৩। মানব দেহে যে কোন রাসায়নিক পরিবর্তনে জন্য সাহায্য করে।
৪। গ্রহণকৃত খাবার হজমশক্তি, আত্মীকরন, শোষণ, সংগ্রহণ ও মল নিঃসরণ সহয়তা করে।
৫। শরীরে তাপমাত্রা রক্ষা করে।
৬। শরীরে এক স্থান থেকে অন্য স্থানে পুষ্টি উপাদান পৌছায়।
৭। শরীরের জোড়া অংশ নড়াচড়ায় জন্য সাহায্য করে।
৮। শরীর থেকে অপ্রয়োজনীয় পদার্থ বের করে দেয়।
Similar questions