World Languages, asked by sagorhasan5509, 6 months ago

একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কীভাবে সহযোগিতা পেতে পারেন? বিষয়টির একটি শিরোনাম দিয়ে (২৫০ শব্দের মধ্যে) ।​

Answers

Answered by Ruhulamin41
23

ভূমিকা:

বর্তমান যুগ বিজ্ঞানের উপর নির্ভরশীল। আর

বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার হলাে তথ্যপ্রযুক্তি।

বিজ্ঞানকে বিভিন্ন শিল্প তথা মানব কল্যাণে প্রয়ােগ

করার কৌশলই হচ্ছে প্রযুক্তি। আজকের দিনের

বহুল আলােকিত প্রযুক্তিটি হলাে তথ্য ও যােগাযােগ

প্রযুক্তি। যা বর্তমান বিশ্বের সকল প্রকার উন্নয়ন

কর্মকাণ্ডের মূল হাতিয়ার। জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিতে

বিশ্ব পরিমণ্ডলে নিজ অবস্থান সুদৃঢ় ও উজ্জ্বল

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ

মােকাবিলায় প্রস্তুত হতে হলে তথ্যপ্রযুক্তির বিকল্প

নেই

সেবাসমূহের তালি

তথ্য যােগাযােগ প্রযুক্তির উন্নয়নের মূল

সর্থকতাই হলাে এটার ব্যবহার করে সুফল অর্জন

করা। বর্তমান ডিজিটাল বাংলাদেশে সর্বত্রই তথ্য ও

যােগাযােগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে

লাগামহীনভাবে। বিশেষ করে সরকারি কর্মকান্ডে

তথ্য ও যােগাযােগ প্রযুক্তির ব্যবহার চোখে পরার

মতাে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা খুব কম

সময়েই সাধারণ মানুষের দোরগােড়ায় পৌঁছে

যাচ্ছে। সরকারি সেবাসমূহের তালিকা দেওয়া

হলাে:

ই-পর্চা

• ই-বুক

ই-পুর্জি

পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ

ই-স্বাস্থ্যসেবা

অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ

টাকা স্থানান্তর

পরিসেবার বিল পরিশােধ

পরিবহন

অনলাইন রেজিস্ট্রেশন

ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবাঃ

তথ্য ও যােগাযােগ প্রযুক্তি খাতে ২০০৭ সালেও বিশ্ব

মানচিত্রে বাংলাদেশ ছিল সম্ভাবনাহীন একটি

দেশ। কিন্তু বর্তমানে বিশ্বের কাছে বাংলাদেশ একটি

মডেল হিসেবে দাঁড়িয়েছে। বর্তমানে প্রযুক্তিভিত্তিক

সেবা দেশের যে কোনাে প্রান্ত থেকে মুহূর্তেই

প্রয়ােজনীয় সব ধরনের নাগরিক গ্রহণ করতে

পারছে সাধারণ মানুষ। ফলশ্রুতিতে বাংলাদেশ

রুপ নিয়েছে "ডিজিটাল বাংলাদেশ" নামে।

প্রযুক্তিভিত্তিক সেবার সুবিধা পাচ্ছে সাধা

মানষ। যেমন: বর্তমানে সরকারি তথ্যাদি আইন,আইন

ও নীতিমান প্রণয়ন ও সংশােধন, বিশেষ বিশেষ

দিবসের বার্তা, পাবলিক পরীক্ষার

ফলালফল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা

হচ্ছে ফলে কম সময়ের কাছে তা মানুষের কাছে

পৌঁছে যাচ্ছে। তাছাড়া দেওয়া হচ্ছে ই-স্বাস্থসেবা,

পরিসেবা বিল (বিদ্যুৎ, পানি, গ্যাস) পরিশােধ

করার সুযােগ করে দেওয়া হয়েছে অনলাইনে।

সর্বস্তরে শিক্ষার আলাে ছড়িয়ে দিতে খুলা হয়েছে।

ই-বুক প্লাটফর্ম। আর্থিক লেনদেন সহজ এবং

নিরাপদ করার জন্য চালু করা হয়েছে অনলাইন

ব্যাঙ্কিং।

প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্বঃ

প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব বলে শেষ করা যাবে

না। কারণ দিনকে দিন প্রযুক্তির এতটাই উৎকর্ষ

সাধন হচ্ছে যে, মানুষও প্রানভরে উপভােগ করছে

এর সুফল। এককথায় প্রযুক্তি মানুষের ভার্চুয়াল

বন্ধুর মতােই হয়ে উঠেছে। প্রযুক্তিভিত্তিক সেবার

কারণে কমেছে সময় ও ভােগান্তি। জীবনমান

বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কর্মসংস্থান। প্রচলিত

ব্যাংকিং ব্যবস্থার চেয়ে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি

এখন দেশের সাধারণ মানুষের কাছে অধিক

জনপ্রিয় হয়ে উঠছে। নগদ টাকা উত্তোলন ও জমা

দেয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যের হয়ে উঠছে এটিএম বুথ।

পেশাদারিত্বের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং, টেলিকনফারেন্স,

ই-ফাইলিং, ই-ট্র্যাকিং, ব্যবসায়ে ই-কমার্স থেকে শুরু

করে। ঘরের-অফিসের নিরাপত্তা, পর্যবেক্ষণে

ব্যবহৃত সিসি ক্যামেরাটি এখন আর ইন্টার

সংযােগের বাইরে থাকছে না।

উপসংহারঃ

এ যুগে জীবনযাত্রার সকল ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি

ব্যবহারের প্রতি আমরা কত দ্রুত সাড়া দেব তার

উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের

ভাগ্য। ডিজিটাল সরকার, নাগরিকদের ডিজিটাল

সেবা প্রদান, তথ্য ও প্রযুক্তিভিত্তিক মানবসম্পদ

উন্নয়ন এবং তথ্য ও যােগাযােগ প্রযুক্তি শিল্প প্রসার

চারটি মূল লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ' ভিশনের

কর্মপরিকল্পনা প্রণয়ন করাহয়েছে। মূলত প্রযুক্তিকে

কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নত করাই

ছিল 'ডিজিটাল

Answered by salamabdusabid
6

Answer:

আমিও এটাই খুঁজছি

এবং এখানে এর উত্তর আছে

wow fabulous ❤️

Similar questions