History, asked by sipatunnoor7862, 4 months ago

নিচের প্রশ্নগুলাের উত্তর দাও:
১। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণগুলাে বর্ণনা কর ।
২। ভারত উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা ও
রাজবংশগুলাের একটি তালিকা তৈরি কর।
৩। সভ্যতার ইতিহাসে পারসীয়দের দুইটি বড় অবদান
বর্ণনা কর।​

Answers

Answered by sishuvo125
4

Answer:

সবগুলো প্রশ্নের উত্তর একসাথে দেয়া সম্ভব নয়। যেহেতু ৫০০০ শব্দের বেশি এখানে লেখা সম্ভব না। আমার প্রোফাইল দেখো। সবগুলো প্রশ্নের উত্তরই আমি আগে দিয়েছি। তবুও আমি শেষ প্রশ্নের উত্তরটি দিলাম এখানে।

Explanation:

সভ্যতার ইতিহাসে পারসীয়দের দুইটি বড় অবদান হলো:

১. সাম্রাজ্য পরিচালনায় দক্ষ প্রশাসনিক কাঠামো: বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য দারিয়ুস ২১ টি প্রদেশে ভাগ করেছিলো। এবং প্রতি প্রদেশের সাথে যোগাযোগ রাখার জন্য তৈরি করেছিলেন সড়ক। এছাড়া তিনি ডাক বিভাগ ব্যাবস্থাও চালু করেছিলেন। এর ফলে দ্রুত ঘোড়া ছুটিয়ে ডাক বিভাগের লোকেরা সকল প্রদেশের খবর রাজধানীতে পৌঁছাতে পারতো। যা পরবর্তীতে সকলে অনুসরণ করেছেন এবং একটি আধুনিক যোগাযোগ ব্যাবস্থার প্রবর্তন হয়েছিল।

২. বিশেষ ধর্মীয় কাঠামো: পারস্য সভ্যতায় চমৎকার স্থাপত্য ও মূর্তি তৈরি হয়েছিলো। এছাড়াও সর্বপ্রথম ব্যাপকভাবে একেশ্বরবাদী ধর্ম প্রচার করেছিলেন পারস্যের ধর্ম প্রচারক

জরাসট্রার। তাদের ধর্ম প্রভাব ফেলেছে অনেক ধর্মের উপর।

Similar questions