বিভাজন প্রক্রিয়ার দীর্ঘ স্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্দিতে কিভাবে ভুমিকা রাখে
Answers
Answer:
মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী পক্রিয়াটি উদ্ভিদের বৃদ্ধিতেকীভাবে ভূমিকা রাখে?
Explanation:
উদ্দীপকে উল্লেখিত বিভাজন পক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি হল প্রােফেজ। প্রােফেজ মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপ।
প্রােফেজ উদ্ভিদের বৃদ্ধিতে নিন্মলিখিত ভূমিকা রাখেঃ
উদ্ভিদের বর্ধনশীল অংশে ভাজক টিস্যু যেমনঃ কান্ড, মূলের অগ্রভাগ, ভ্রুণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়ে সমআকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমােজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমােজোম লম্বালম্বিভাবে দুইভাগে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমােজোম সংখ্যা মাতৃ কোষের ক্রোমােজোম সংখ্যার সমান থাকে। এভাবে কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপ প্রােফেজ উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে।