ভাল
ন পদ্ধতি
,
মাকে জিজ্ঞেস করল, মা, তা
কিন্তু তা পাতায় পৌছাবে কী করে”। মা জানালেন | কাই
এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ।
উড়িয়ে
১।
যাচাই
ক) কোষ বিভাজন কাকে বলে?
খ) মিয়ােসিস কোষ বিভাজন কে হ্রাস মূলক | লবণ
বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গুরুত্ব
গ) উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী
ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে-
দ, উ
মােজোম,
ঘ) মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব
উদ্ভিদের জীবনে কত খালি-তা বিশ্লেষণ কর।
বণ শােষণ
পরিবহন
Answers
Answer:
ক) কোষ নিভাজনঃ যে প্রক্রিয়ায় একটি কোষ তার গঠনের সকল প্রকার উপাদানসহ ও গাঠনিক ভাবে হুবুহুও একটি থেকে ভাগ হয়ে স্বতন্ত্র দুটি কোষে পরিণত হয় তাকে বিভাজন বলে।
(খ মিয়োসিস কোষ বিভাজনঃ যে প্রক্রিয়ায় একটি জনন মাতৃকোষ বিভিন্ন ধাপে বিভাজিত হয়ে ৪টি নতুন আপত্য কোষে পরিণত হয় তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে।
হ্রাসমূলক বিভাজন বলার কারনঃ হ্রাস অর্থ কম বা কমে যাওয়া। মিয়োসিস কোষ বিভাজনের সময় জনন মাতৃকোষটি বিভাজিত হয়ে যে ৪টি আপত্য কোষে পরিণত হয় সেই নতুন কোষে ক্রোমোসোম(ক্রোমোজম) সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। যেমন ধরি মাতৃ কোষে ক্রোমোসোম সংখ্যা ২০ টি তাহলে নতুন আপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা হবে ১০ টি। যেহেতু মাতৃ কোষে যে সংখ্যা থাকে তার চেয়ে অর্ধেক কমে যায় নতুন আপত্য কোষে তাই একে হ্রাসমূলক বিভাজন বলা হয়।
(গ) উদ্দিপকে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় পেয়ারা গাছটি ছোট থেকে বড় হয়েছে, সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস কোষ বিভাজন ঘটে জীবের দেহকোষে। এর ফলে জীব ছোট থেকে বড় হয়।
উদ্ভিদের বৃদ্ধিতে মাইটোসিসের ভূমিকাঃ মাইটোসিস এক প্রকার কোষ বিভাজন প্রক্রিয়া। এই প্রক্রিয়া জটিল ৫টি ধাপে সম্পর্ন হয়ে একটি কোষ ্বিভাজিত হয়ে দুটো কোষের সৃষ্টি হয়। যেহেতু মাইটোসিস প্রক্রিয়া জীবের দেহ কোষে ঘটে। তাই এই প্রক্রিয়ায় একটি থেকে দুটি কোষ, দুটি থেকে চারটি কোষ এভাবে দেহে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এভাবে দেহের কোষের সংখ্যা বৃদ্ধি পেলে দেহও মোটা লম্বা হয়ে বৃদ্ধি পায়। উদ্ভিদের শীর্ষে যে ভাজক কোষ থাকে। এই কোষ বার বার বিভাজিত হয় এমন লক্ষ কোটি দৈহিক কোষ সৃষ্টি করে বলে উদ্ভিদ লম্বা হয়। এ ভাবে পেয়ারা গাছের দেহে কোষ বিভাজিত হয়ে বৃদ্ধি পেয়ে পেয়ারা গাছ লম্বা হয়েছে। আবার দেহে যে কোষ সৃষ্টি হয় তা আবার মোটা হয় ও পার্শে বিভাজিত হয় ফলে দেহ মোটা হয়। যদি উদ্ভিদ দেহে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত না হত তবে কোষের সংখ্যা বৃদ্ধি পেত না ফলে উদ্ভিদ ছোট থেকে বড় হত না। তাই উদ্ভিদের বৃদ্ধিতে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এই বিভাজনের ফলে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ ডাল পালা ফল বীজ ইত্যাদি সৃষ্টি হয়। তাই মাইটোসিস প্রক্রিয়া না ঘটলে সমস্ত উদ্ভিদকুল ধ্বংস হয়ে যেত।