Physics, asked by mdenamul73, 6 months ago

নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত কর

Answers

Answered by tabassum26
10

Answer:

নিউটনের তৃতীয় সূত্রটি হল- প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।

ব্যাখ্যা-

নিউটনের নিউটনের তৃতীয় সূত্রানুসারে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ প্রতিক্রয়া এমনও বিপরীতমুখী, চিত্রানুসারে, যদি p বস্তুটি Q বস্তুটির উপর F1 বল প্রয়োগ করে তাহলে,সূত্রমতে Q বস্তুটিও p বস্তুর উপর সমান ও বিপরীত F2 বল প্রয়োগ করবে।Q বস্তুর উপর p বস্তুর বলকে ক্রয়া আর p বস্তুর উপর Q বস্তুর বলকে প্রতিক্রয়া বলে।নিউটনের তৃতীয় সূত্রানুসারে,F1 = F2 , অতএব, ক্রিয়ারই সমানও বিপরীত প্রতিক্রয়া আছে।

Similar questions