ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন।
.
Answers
Answer:
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস এবং ভুগোল দুটো বিষয়েরই পাঠ অত্যন্ত গুরুত্তপূর্ণ। ইতিহাস পাঠ জরুরী এই কারনে যে-
১. সমাজ এবং সংস্কৃতি পরিবর্তনশীল। আজকে আমরা যে সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক আবহাওয়ায় আছি তা একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। পরিবর্তন গুলো সম্পর্কে সম্যক ধারণা না থাকলে বর্তমান আমাদের হাতছাড়া হয়ে অন্যের দখলে চলে যাবে।
২. নিত্যদিন আমাদের উপর সমাজ এবং রাস্ট্র নতুন নতুন নিয়ম কানুন,আইন এমনকি জীবন যাপনের কৌশল চাপিয়ে দিচ্ছে। কেন, কি কারনে, কোন ধারাবাহিকতায় আমরা এই conflicts গুলোর মুখোমুখি হচ্ছি এবং সেগুলো বোঝা, ধারণ এবং বর্জনের জন্য ইতিহাস পাঠ সহায়ক।
৩. ইতিহাস লোভ, ত্যাগ, সংগ্রাম, ক্ষয় এবং জয়- এর সবকিছুই ধারণ করে- সব
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস পড়াটা গুরুত্বপূর্ণ কেন?
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস আপনাকে অতীত সম্পরকে একটা ভালো ধারনা দিবে। অতীতের কোন ভুল গুলো মানুষের বেশি ক্ষতির কারন হয়েছিল সেই বিষয়ে একটা ভালো ধারনা পাবেন, যার ফলে মানুষ একি ভুল বারংবার করা থেকে বিরত থাকতে পারবে।এতে করে মানুষের ক্ষয়ক্ষতির পরিমান অনেক কমে আসবে। ইতিহাস মানুষকে সচেতন করে তোলে। ইতিহাস ই একমাত্র বিষয় যার পরিধি সুবিশাল এবং সচ্ছ।
সত্য আর মিথ্যার তফাৎ করার জন্যই ইতিহাস জানা প্রয়োজন। মানুষের বর্তমান গড়ে উঠেছে ইতিহাসের উপর ভিত্তি করেই। কেউ সেটাকে আঁকড়ে রেখেছে, কেউ বিকৃত করেছে। আর স্বার্থবাদীদের প্রোপাগান্ডার তোপে বিকৃত ইতিহাসটাই লোকমুখে ছড়িয়ে পড়েছে।
প্রথম উত্তরটা এখানে।
আবার অনুরোধ করায় ধন্যবাদ।
অতীত থেকে শিক্ষা নেওয়ার জন্যে
ইতিহাস কেন পড়া উচিত?
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস পড়ে লাভ কী?
ইতিহাস পাঠ প্রয়োজন কেন?
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস পড়াটা গুরুত্বপূর্ণ কেন?
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস কেন পড়া উচিত?
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস পড়ে লাভ কী?
ইতিহাস পাঠ প্রয়োজন কেন?
ইতিহাস বলতে কী বোঝো?
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?
ইতিহাস কাকে বলে?
ইতিহাস কাকে বলে?
মার্কিন যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র কেন বলা হয়? এর ইতিহাস কী?