Geography, asked by mababamabana, 6 months ago

প্রথম রুকু থেকে চতুর্থ প্রথম রুকু থেকে চতুর্থ নতুন রূপে পর্যন্ত আলোচিত পর্যন্ত আলোচিত আয়াতসমূহ আলোকে মুমিন মুনাফিক কাফের বৈশিষ্ট্য সমূহ

Answers

Answered by annu5487
1

Answer:

মুমিন একজন পরিচ্ছন্ন ব্যক্তি। তাঁর মধ্যে শিরক, ফিসক, নিফাক, মিথ্যা, হিংসা, লোভ, রাগ ইত্যাদির সংমিশ্রণ ঘটে না, বিশেষ করে ঈমানদারের জন্য মারাত্মক ক্ষতিকর হলো নিফাক তথা দ্বিমুখী আচরণ করা। নিফাক মুমিন থেকে ঈমান বের করে দেয়। মুমিনদের মধ্যে এ নিফাক থাকা অনুচিত। কেননা এ বৈশিষ্ট্যের কারণে তার সব সদ্গুণ বদগুণে পরিবর্তিত হয়ে যায়।

Explanation:

may it will help u

Similar questions